01797-836666 ibmchnir@yahoo.com
ইসলামী ব্যাংক নার্সিং কলেজ, রাজশাহী একটি স্বনামধন্য বেসরকারী নার্সিং প্রতিষ্ঠান। অত্র কলেজটি ২০০৭ সালে সরকার কর্তৃক অনুমোদন লাভ করে ও ৪০ টি সিট নিয়ে ২০০৭-২০০৮শিক্ষাবর্ষে ডিপ্লোমা – ইন – নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্সের কার্যক্রম শুরু করে এবং যার বর্তমান সিট সংখ্যা ১২০ টি। অত্র প্রতিষ্ঠান থেকে ৬ টি ব্যাচের শিক্ষার্থীরা পাশ করে বের হয়েছে, যারা দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালসমূহে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত অত্র কলেজটি বর্তমানে বিএসসি – ইন – নার্সিং (৪ বছর মেয়াদী বেসিক ও ২ বছর মেয়াদী পোষ্ট – বেসিক) কোর্স পরিচালনার অনুমোদন লাভ করেছে।
অভিঞ্জ ও যোগ্য একদল শিক্ষকদের সমন্বয়ে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। আদর্শ ও সুদক্ষ নার্স তৈরী করার মাধ্যমে বাংলাদেশের তথা বিশ্বের স্বাস্থ্য সেবায় চ্যালেঞ্জিং ভূমিকা রাখতে আমারা দৃঢ় প্রতিঞ্জ।